ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আমি মার্কসবাদী, তবে লেলিনবাদী নই: দালাইলামা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৪ ঘণ্টা, জুন ১০, ২০১১
আমি মার্কসবাদী, তবে লেলিনবাদী নই: দালাইলামা

বেইজিং: তিব্বতের ধর্মীয় নেতা দালাইলামা নিজেকে মার্কসবাদী বলে দাবি করেছেন। অবশ্য একই সঙ্গে তিনি মার্কসের অন্যতম উত্তরসূরি রুশ বিপ্লবের নায়ক ভ.ই. লেলিনের বিরোধিতা করেছেন।



গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনেপোলিস শহরে একটি করফারেন্সে তিনি এ কথা বলেন। শহরের একটি হোটেলে প্রায় দেড় শ চীনা শিক্ষার্থী নিয়ে আয়োজিত কনফারেন্সে দালাইলামা চীনে সমাজতান্ত্রিক বিপ্লবের পুরোধা মাও সেতুং থেকে কার্ল মার্কস এবং চীন-তিব্বত সম্পর্ক নিয়ে বিস্তর আলোচনা করেছেন।

সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় দালাইলামা অনেকবার চীনের রাজনৈতিক স্লোগান, সমাজতান্ত্রিক দলের নাম এবং সেদেশের কিংবদন্তিতুল্য নেতাদের নাম উচ্চারণ করেন। বেশ রসিকতা সঙ্গে এসব উদ্ধৃতি দেওয়ায় উপস্থিত শিক্ষার্থীরা হাসিতে ফেটে পড়ে। তবে বক্তব্যের মাঝামাঝি বেশ গুরুত্বের সঙ্গে চীনের সামাজিক-রাজনৈতিক মূল্যবোধ ও বিশ্বাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তিনি বলেন, ‘আমি নিজেকে মার্কসবাদী বলে মনে করি। কিন্তু আমি লেলিনবাদি নই। ’

তার অর্থনৈতিক দর্শন এবং ধর্মের ব্যাপারে মার্কসের সমালোচনার বিষয়ে এক শিক্ষার্থী প্রশ্ন করলে দালাইলামা বলেন, ‘মার্কস নিজে কখনো ধর্ম বা ধর্মীয় দর্শনের বিরুদ্ধে ছিলেন না। তিনি সে সময়ের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ছিলেন। সেসময় এ প্রতিষ্ঠানগুলো ইউরোপের বুর্জোয়া সরকারের মিত্র ছিল। ’

মাও সেতুংয়ের ব্যাপারেও তিনি নতুন তথ্য শুনিয়েছেন। তিনি বলেন, মাও বুঝতে পেরেছিলেন দালাইলামার দৃষ্টিভঙ্গি খুবই যৌক্তিক। এর মানে হলো বৌদ্ধ ধর্মের শিক্ষা এবং প্রশিক্ষণ মানুষের আত্মাকে শক্তিশালী করে।

তিনি জানান, মাওয়ের সঙ্গে তিনি একাধিকবার সাক্ষাৎ করেছেন। এ চীনা নেতা তাকে প্রায়ই ডেকে নিতেন। মাও বলতেন, ‘তোমার মন খুবই বৈজ্ঞানিক। ’ সমাজতন্ত্রের বিখ্যাত উক্তি ‘ধর্ম হচ্ছে মারাত্মক বিষের মতো’ এর ব্যাপারে এই হলো মাওয়ের মূল্যায়ন।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, জুন ১০, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।