ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

স্টেডিয়ামে সন্দেহজনক বস্তু মেলায় জার্মানি-হল্যান্ড ম্যাচ বাতিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
স্টেডিয়ামে সন্দেহজনক বস্তু মেলায় জার্মানি-হল্যান্ড ম্যাচ বাতিল

ঢাকা: স্টেডিয়ামে সন্দেহজনক বস্তু মেলায় নিরাপত্তার স্বার্থে জার্মানি ও হল্যান্ডের মধ্যকার প্রীতি ম্যাচটি বাতিল করেছে পুলিশ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জার্মান পুলিশের এক মুখপাত্র জোর্গ হফমেইস্টার বলেন, দর্শনার্থীরা স্টেডিয়ামে ঢোকার পর সন্দেহজনক বস্তুটি পাওয়া যায়।

এজন্য নিরাপত্তার স্বার্থে ম্যাচটি বাতিল করা হয়েছে। সবাইকে বাড়ি ফিরে যেতেও ঘোষণা দেওয়া হয়েছে।

বর্তমানে পুলিশ পুরো স্টেডিয়াম তল্লাশি চালাচ্ছে বলে তিনি জানান।

দেশটির চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল পদস্থ কর্মকর্তাসহ ম্যাচটি মাঠে বসে দেখার কথা ছিলো।

বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৫
এসএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।