ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

সোশ্যাল মিডিয়া বন্ধে সরকারকে অনুমোদন ফরাসি পার্লামেন্টের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
সোশ্যাল মিডিয়া বন্ধে সরকারকে অনুমোদন ফরাসি পার্লামেন্টের

ঢাকা: সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বেশ কিছু ওয়েবসাইট বন্ধে ফরাসি সরকারকে অনুমোদন দিয়েছে দেশটির সংসদ। জরুরি অবস্থার অধীনে এ ওয়েবসাইটগুলো বন্ধ করতে পারবে সরকার।



বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ফরাসি পার্লামেন্টে এ সংক্রান্ত একটি প্রস্তাবে ভোট দেন সংসদ সদস্যরা।

এর আগে প্যারিস হামলার ঘটনায় প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের জারি করার জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়ে তিন মাস করা হয়। এ ব্যাপারে ফরাসি প্রধানমন্ত্রীর একটি প্রস্তাবেও অনুমোদন দেয় দেশটির পার্লামেন্ট।

ফরাসি সংবিধান অনুযায়ী, সংকটময় অবস্থায় প্রেসিডেন্ট তাৎক্ষণিকভাবে ১২ দিনের জন্য জরুরি অবস্থা জারি করতে পারেন। তবে এর মেয়াদ ১২ দিনের চেয়ে বেশি করতে হলে দেশটির পার্লামেন্টের অনুমোদনের প্রয়োজন রয়েছে।

শুক্রবার ফ্রান্সের রাজধানী প্যারিস ও এর আশেপাশের ছয়টি পৃথক স্থানে হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনার পরপরই জরুরি অবস্থা জারি করেন ফ্রাঁসোয়া ওলাঁদ।

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫/আপডেট: ২০০৬ ঘণ্টা
আরএইচ

** ফ্রান্সে তিন মাসের জরুরি অবস্থা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।