ঢাকা: প্রযুক্তির উৎকর্ষতার সঙ্গে তাল মিলিয়ে নিজেদের টিকিয়ে রাখতে বেশ আগেই ডিজিটাল পত্রিকায় পরিণত হওয়া শুরু করেছে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস। এরই ধারাবাহিকতায় এ বছরই থাইল্যান্ডে শেষ হবে পত্রিকাটির প্রিন্ট ভার্সনের ছাপানো ও বিক্রি।
নিউইয়র্ক টাইমসের আন্তর্জাতিক মার্কেটিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট শার্লট গর্ডন বৃহস্পতিবার এ বিষয়ে দেশটির গ্রাহকদের কাছে চিঠিও পৌছে দিয়েছেন। তবে সিঙ্গাপুর, ব্রুনেই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন ও মায়ানমারে পত্রিকাটি পাওয়া যাবে বলে জানান তিনি।
চিঠিতে গর্ডন আরও উল্লেখ করেন, "সিদ্ধান্তটি নেয়া সহজ ছিলোনা, কিন্তু ক্রমবর্ধমান ব্যয়ের কারণে আমাদের এটি বন্ধ করতে হচ্ছে। এছাড়া থাইল্যান্ডে আমাদের অনলাইন ভার্সনের চাহিদা বৃদ্ধি পাওয়ায় সিদ্ধান্তটি নিতে আমাদের তেমন বেগ পেতে হয়নি। আর আমরা আমাদের অনলাইনে গ্রাহক বৃদ্ধি করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। "
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ১৯ নভেম্বর, ২০১৫
একেএ