ঢাকা: পারমাণবিক চুল্লি নির্মাণে মিশর ও রাশিয়া চুক্তিবদ্ধ হয়েছে বলে জানিয়েছেন মিশরীয় প্রেসিডেন্ট আব্দেল-ফাত্তাহ আল-সিসি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাষ্ট্রীয় টেলিভিশনে এক বক্তৃতায় এ তথ্য জানান তিনি।
৩৫ বছর মেয়াদী ঋণচুক্তির আওয়ায় এ চুল্লি প্রকল্প বাস্তবায়ন করা হবে জানিয়ে মিশরীয় প্রেসিডেন্ট বলেন, তৃতীয় প্রজন্মের এই চুল্লি হবে চার রিয়েক্টর বিশিষ্ট।
ঋণের ব্যাপারে সিসি বলেন, দেশের মূল জাতীয় আয় থেকে এ ঋণ পরিশোধ করা হবে না। চুল্লি থেকে উৎপাদিত বিদ্যুতের আয় থেকেই তা শোধ করা হবে।
বাংলাদেশ সময়: ২১৫৪ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০১৫
আরএইচ