ঢাকা: জাতীয় পতাকা বদল ইস্যুতে ভোট দিচ্ছেন নিউজিল্যান্ডবাসী। এ গণভোটে জনগণের রায় পরিবর্তনের দিকে গেলে দেশটিতে নতুন পতাকা উড়তে দেখা যাবে খুব শিগগির।
চলমান গণভোটে পাঁচটি সম্ভাব্য পতাকায় নিজেদের রায় জানাতে ভোট দিচ্ছেন নিউজিল্যান্ডের অধিবাসীরা।
এছাড়া ২০১৬ সালে অপর এক ভোটে জনগণের কাছে জানতে চাওয়া হবে, নতুন পতাকায় বর্তমান পতাকার যুক্তরাজ্যের ইউনিয়ন জ্যাক’র মার্ক থাকবে কি না।
দেশটির প্রধানমন্ত্রী জন কি বলেছেন, তাদের বর্তমান পতাকা আধুনিক নিউজিল্যান্ডকে উপস্থাপন করে না।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
আরএইচ