ঢাকা: সন্ত্রাসী হামলার শঙ্কায় মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অন্তত দুই হাজার সেনা মোতায়েন করা হয়েছে। এছাড়া অতিরিক্ত আরও আড়াই হাজার সেনা প্রস্তুত রাখা হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) এ সেনা মোতায়েন করা হয়। আসিয়ান সম্মেলনকে সামনে রেখে কুয়ালালামপুরে পৌঁছাতে শুরু করেছেন বিশ্ব নেতারা। এ সম্মেলনে যোগ দেওয়া সরকার ও রাষ্ট্রপ্রধানদের মধ্যে মার্কিন প্রেসিডেন্ট বারাকা ওবামাও রয়েছেন। শনিবার (২১ নভেম্বর) শুরু হতে যাচ্ছে এ সম্মেলন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে মালয়েশীয় পুলিশের প্রধান খালিদ আবু বকর এক বিবৃতিতে বলেছেন, মালয়েশিয়ায় সন্ত্রাসী হামলা হতে পারে বলে খবর রয়েছে। তবে এসব খবর এখনও নিশ্চিত নয়। ফ্রান্স, মিশর ও লেবাননে সাম্প্রতিক হামলাগুলোর পরিপ্রেক্ষিতে মালয়েশিয়া তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে।
বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
আরএইচ