ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

বামাকো হামলা

রেডিসন হোটেলে ১৮ মরদেহ, অভিযান চলছে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
রেডিসন হোটেলে ১৮ মরদেহ, অভিযান চলছে

ঢাকা: পশ্চিম আফ্রিকার দেশ মালিতে হোটেল রেডিসন ব্লু থেকে ১৮ মরদেহ উদ্ধার করা হয়েছে। মালি বাহিনীর সঙ্গে ফরাসি বিশেষ বাহিনী ও যুক্তরাষ্ট্রের সেনারা এখনও সেখানে অভিযান পরিচালনা করছেন।

তবে হোটেলটিতে আর কোনো জিম্মি নেই বলে জানিয়েছেন মালির নিরাপত্তামন্ত্রী।

শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টার (বাংলাদেশ সময় দুপুর ১টা) দিকে বামাকোতে অবস্থিত হোটেলটিতে বন্দুকধারীরা হামলা চালায় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। এ সময় তারা ১৭০ জনকে জিম্মি করে তারা। এদের মধ্যে ১৪০ জন অতিথি ও ৩০ জন হোটেল কর্মী ছিলেন।

জিম্মিদের উদ্ধারের খবর নিশ্চিত করলেও বন্দুকধারীদের পরিণতি সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। তাদের সঠিক সংখ্যাও নিশ্চিত হওয়া যায়নি। সূত্রের বরাত দিয়ে কিছু সংবাদমাধ্যমে দাবি করা হচ্ছে, হামলাকারীর সংখ্যা দুই থেকে তিনজন হতে পারে। আবার কয়েকটি সংবাদমাধ্যম নিজস্ব সূত্রের বরাত দিয়ে দাবি করেছে, হামলাকারীর সংখ্যা ১০ থেকে ১২ জন হতে পারে।

জিম্মিদের মধ্যে মালি, ফ্রান্স, তুরস্ক, যুক্তরাষ্ট্র, ভারত ও বেলজিয়ামের নাগরিক ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে নিহতদের নাম-পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। প্রসঙ্গত, বামাকোর এই হোটেলটিতে মালির সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি, কূটনীতিক ও পর্যটকরাই বেশি যাতায়াত করে থাকেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত রেডিসন ব্লু হোটেলে বিশেষ বাহিনীর অভিযান চলছিল। এ উদ্ধার অভিযানে ফ্রান্সের বিশেষ বাহিনী ও মার্কিন যুক্তরাষ্ট্রের সেনা সদস্যরাও যোগ দিয়েছেন বলে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে।

এদিকে, কয়েকজন প্রত্যক্ষদর্শী দাবি করেছেন, কূটনীতিক নাম্বারধারী গাড়িতে চেপে হামলাকারীদের হোটেলে প্রবেশ করতে দেখেছেন তারা।

আফ্রিকায় আল কায়েদা সংশ্লিষ্ট গ্রুপ ‘আল-মৌরাবিতৌন’ টুইটারে এক বার্তায় এ হামলার দায় স্বীকার করে নিয়েছে। আল-মৌরাবিতৌন মালিভিত্তিকই একটি জঙ্গি সংগঠন।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, নভেম্বর ২০, ২০১৫
আরএইচ

** রেডিসন হোটেলে এখনো জিম্মি ১৩৮, বিশেষ বাহিনীর অভিযান
** ৮০ জিম্মিকে উদ্ধার, বিশেষ বাহিনীর অভিযান
** মালির হোটেলে জঙ্গি হানা, নিহত ৩, জিম্মি ১৭০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।