ঢাকা: সন্ত্রাসী হামলার শঙ্কায় বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) এক বিবৃতিতে দেশটির সরকার এ সতর্কতা জারি করে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।
বেলজিয়ামের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে হুমকি বিশ্লেষক সংস্থা ‘ডেলিগেশন কোঅর্ডিনেশন ইউনিট ফর থ্রেট অ্যানালাইসিস (ওসিএএম)’ সন্ত্রাসী হামলার ব্যাপারে শঙ্কা প্রকাশ করে সতর্কতা চতুর্থ স্তরে উন্নীত করেছে।
এক বিবৃতিতে সংস্থাটি বলে, সর্বশেষ মূল্যায়ন অনুযায়ী, সন্ত্রাসী হামলার শঙ্কায় সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা জারি করা হয়েছে। ব্রাসেলস অঞ্চলের জন্য এই সতর্কতা বলবৎ হবে।
বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
আরএইচ