ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

ব্রাসেলসে সব মেট্রোরেল স্টেশন বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
ব্রাসেলসে সব মেট্রোরেল স্টেশন বন্ধ ছবি: সংগৃহীত

ঢাকা: সতর্কতার অংশ হিসেবে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের সবগুলো মেট্রোরেল স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সন্ত্রাসী হামলার শঙ্কায় সর্বোচ্চ সতর্কতা জারির পর এ স্টেশনগুলো বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছে ব্রাসেলসের গণপরিবহণ নেটওয়ার্কটি।



এক বিবৃতিতে ব্রাসেলসের পরিবহন কর্তৃপক্ষ ‘এসটিআইবি’ জানায়, কেন্দ্রীয় অভ্যন্তরীয় জনসেবার সুপারিশ অনুযায়ী আমরা মেট্রোরেলসহ সবধরনের হালকা রেলস্টেশন আজকের (শনিবার) জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। এটা মূলত পূর্বসতর্কতামূলক একটি পদক্ষেপ।

এর আগে সন্ত্রাসী হামলার শঙ্কায় ব্রাসেলসজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করে বেলজিয়ামের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে মন্ত্রণালয়টির অধীন হুমকি বিশ্লেষক সংস্থা ‘ডেলিগেশন কোঅর্ডিনেশন ইউনিট ফর থ্রেট অ্যানালাইসিস (ওসিএএম)’ জানায়, সন্ত্রাসী হামলার শঙ্কায় সর্বোচ্চ পর্যায়ের সতর্কতা জারি করা হয়েছে। ব্রাসেলস অঞ্চলের জন্য এই সতর্কতা বলবৎ হবে।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, নভেম্বর ২১, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।