ঢাকা, শুক্রবার, ২১ আষাঢ় ১৪৩১, ০৫ জুলাই ২০২৪, ২৭ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইয়ং-স্যামের প্রয়াণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
দ. কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইয়ং-স্যামের প্রয়াণ কিম ইয়ং-স্যাম

ঢাকা: দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট কিম ইয়ং-স্যামের জীবনাবসান হয়েছে। রোববার (২২ নভেম্বর) ভোরে রাজধানী সিউলের ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে মারা গেছেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালের প্রধান ওহ বিয়ং-হি সকালে টেলিভিশনে প্রচারিত এক ভাষণে ইয়ং-স্যামের প্রয়াণের ঘোষণা দেন।

বিয়ং-হি জানান, সাবেক প্রেসিডেন্ট দীর্ঘদিন ধরে জটিল রক্ত সংক্রমণে ভুগছিলেন। এরমধ্যে তীব্র জ্বর দেখা দিলে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) তাকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। এখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
 
ইয়ং-স্যাম ১৯৯৩ থেকে ১৯৯৮ মেয়াদে দেশের সপ্তম প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। কয়েক দশক ধরে সামরিকতন্ত্রবিরোধী দৃঢ় ভূমিকার জন্য তাকে গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম পুরোধা মনে করা হয়। বারবার সেনাঅভ্যুত্থানে বিপর্যস্ত দক্ষিণ কোরিয়ানরা ইয়ং-স্যামের হাত ধরেই শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের পথ চিনে নেয়।

বাংলাদেশ সময়: ০৯০৮ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৫
এইচএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।