ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জাপানে আবারো ভূমিকম্প, সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৭ ঘণ্টা, জুন ২৩, ২০১১
জাপানে আবারো ভূমিকম্প, সুনামি সতর্কতা

টোকিও: জাপানে আবারো সুনামি সতর্কতা জারির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর এ সতর্কতা জারি করা হয়।

এর মাত্র আধা ঘণ্টা পর পরিস্থিতি বিবেচনায় ওই সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয়।

গত মার্চে সংঘঠিত ভয়াবহ ভূমিকম্প ও সুনামি দুর্যোগের পর জাপানের উত্তর-পূর্বাঞ্চলে এটিই সবচেয়ে বেশি মাত্রার ভূমিকম্পের ঘটনা।

বৃহস্পতিবার মিয়াকোর পূর্ব উপকূলের ৫০ কিলোমিটার দূরে ভূমিকম্প অনুভূত হওয়ার প্রায় আধা ঘণ্টা পর সুনামি সতর্কতা জারি করে আবহাওয়া দপ্তর।

ইউএসজিএস ৩২ কিলোমিটার গভীরতায় এ ভূমিকম্প রেকর্ড করে।

তবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিস্থিতি তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এদিকে এই ভূমিকম্পের ফলে ৫০ সেন্টিমিটার (২০ ইঞ্চি) পর্যন্ত সুনামিজনিত জলোচ্ছ্বাসের আশঙ্কায় সতর্কতা জারি করা হলেও আধা ঘণ্টা পর তা তুলে নেওয়া হয়।

প্রসঙ্গত, গত মার্চের ভয়াবহ ভূমিকম্প ও সুনামিতে প্রায় ২৩ হাজার মানুষ মারা যায় বা নিখোঁজ থাকে। এছাড়া শত শত ঘরবাড়ি, অফিস ও কারখানা ধ্বংস হয়ে যায়।

বাংলাদেশ সময়: ০৬২৮ ঘণ্টা, জুন ২৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।