ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ত্রিপোলি ছাড়ার চিন্তা করছেন গাদ্দাফি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, জুন ২৪, ২০১১
ত্রিপোলি ছাড়ার চিন্তা করছেন গাদ্দাফি

ওয়াশিংটন: ন্যাটো বাহিনীর অব্যাহত হামলার মুখে রাজধানী ত্রিপোলি ছেড়ে অন্যত্র আশ্রয় খুঁজছেন লিবিয়ার নেতা কর্নেল মুয়াম্মার গাদ্দাফি। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে শুক্রবার এ খবর প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল।



প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন গোয়েন্দারা বলছেন, লিবিয়ার এই স্ট্রংম্যান রাজধানীতে নিজেকে আর নিরাপদ মনে করছেন না। এই অবস্থানে থেকেই গাদ্দাফি গত কয়েক দশক ধরে এক হাতে লিবিয়া শাসন করে আসছেন।

অবশ্য কর্মকর্তারা গাদ্দাফির এ স্থান পরিবর্তনকে খুব গুরুত্ব দিচ্ছেন না। কারণ তারা মোটামুটি নিশ্চিত যে, গাদ্দাফি কোনোক্রমেই দেশ ছেড়ে যাবেন না।

ধারণা করা হয়, রাজধানী ত্রিপোলিতে গাদ্দাফির অনেক অজানা নিরাপদ বাসস্থান রয়েছে। এমনকি রাজধানীর বাইরেও এমন আশ্রয়কেন্দ্র থাকতে পারে বলে গোয়েন্দাদের ধারণা।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জুন ২৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।