ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

এথেন্সে ব্যবসায়ী সমিতির কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫২ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
এথেন্সে ব্যবসায়ী সমিতির কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণ

ঢাকা: গ্রিসের রাজধানী এথেন্সে একটি ব্যবসায়ী সমিতির কার্যালয়ের সামনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কার্যালয়টির জানালাগুলোর কাঁচ ভেঙে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে পুলিশ।



মঙ্গলবার (২৪ নভেম্বর) স্থানীয় সময় ভোর সাড়ে তিনটার দিকে (বাংলাদেশ সময় সকাল সাড়ে সাতটা) মধ্য এথেন্সে হেলেনিক বিজনেস ফেডারশন অফিসের প্রবেশপথে এ ঘটনা ঘটে। জানুয়ারিতে বামপন্থি প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপরাসের ক্ষমতায় আসার পর এ ধরনের হামলার ঘটনা এই প্রথম।

পুলিশ জানিয়েছে, ঘটনার ত্রিশ মিনিট আগে স্থানীয় একটি সংবাদমাধ্যমে অজানা কেউ টেলিফোনে হামলার ব্যাপারে সাবধান করে দেয়।

ধারণা করা হচ্ছে, স্থানীয় কোনো গেরিলা গ্রুপই বিস্ফোরণের ঘটনাটি ঘটিয়ে থাকতে পারে। গ্রিসে ব্যাংক, রাজনীতিক, সাংবাদিক ও ব্যবসায়ীদের ওপর প্রায়ই হামলা হয়ে থাকে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।