ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিআইএ প্রধানের সঙ্গে আইএসআই ও কায়ানির সাক্ষাত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, জুন ১১, ২০১১
সিআইএ প্রধানের সঙ্গে আইএসআই ও কায়ানির সাক্ষাত

ইসলামাবাদ: সিআইএ প্রধান লিওন প্যানেটা পাকিস্তানের সেনাপ্রধান আসফাক পারভেজ কায়ানি এবং সামরিক গোয়েন্দা সংস্থা আইএসআই প্রধান আহমেদ সুজা পাশার সঙ্গে সাক্ষাত করেছেন।

সিআইএ প্রধান শুক্রবার পাকিস্তানে পৌঁছার পর কায়ানি এবং পাশার সঙ্গে দুপুরের খাবারে অংশগ্রহণ করেন।

সেখানেই তারা দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।

দুই দেশের মধ্যকার সম্পর্কের আরো উন্নয়ন কীভাবে করা যায় সে বিষয়টিই এ স্বাক্ষাতের মূল বিষয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র ও পাকিস্তান কর্তৃপক্ষ।

পাকিস্তানের পত্রিকা ডন জানায়, বৈঠকে যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের মধ্যে গোয়েন্দা সহায়তা বৃদ্ধি এবং সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তানের উদ্যোগ আরো গতিশীল করার বিষয়ে কথা বলেন দু‘দেশের নেতারা।
 
পাকিস্তানে যুক্তরাষ্ট্রের একতরফা সামরিক অভিযান মেনে নেওয়া হবেনা বলেও সিআইএ প্রধানকে জানান পাকিস্তানের সামরিক নেতারা।
 
গত ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে বিন লাদেন হত্যায় যুক্তরাষ্ট্রের একতরফা সেনা অভিযানের পর সিআইএ প্রধানের এটাই প্রথম পাকিস্তান সফর। একই সঙ্গে ১ জুলাই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী হওয়ার আগে এটাই তার শেষ সফর।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার আগে পাকিস্তানের এই শীর্ষ স্থানীয় সামরিক ও গোয়েন্দা ব্যক্তিত্বের সঙ্গে প্যানেটার সাক্ষাত খুবই গুরুত্ববহ বলে মনে করছেন বিশ্লেষকরা।
 
যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ বলেছে, ‘আল কায়েদার বিরুদ্ধে যুদ্ধ এবং আফগানিস্তান ইস্যূতে আমরা পাকিস্তানের সঙ্গে সম্পর্কের পুনঃউন্নয়ন চাই। কিন্তু এ ব্যাপারে অগ্রগতি খুবই ধীরগতির বলে জানিয়েছেন তারা। ’

বিন লাদেনকে আশ্রয় দেওয়ার ব্যাপারে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে ওয়াশিংটনের অনেকে সন্দেহের চোখে দেখার কারণে এ কাজে এই ধীর গতি বলে মনে করছেন তারা।
 
পাকিস্তান কর্তৃপক্ষ জানিয়েছে, ‘যুক্তরাষ্ট্র কিছু গোয়েন্দা তথ্য তাদের দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র চাচ্ছে পাকিস্তানে আরো কিছু গোয়েন্দা কর্মকর্তাকে ভিসা দেওয়া হোক যাতে তারা পাকিস্তানের গোয়েন্দা সংস্থার সঙ্গে যৌথভাবে কাজ করতে পারে। কিন্তু বিভিন্ন কারণে কাজটি খুব ধীর গতিতে এগুচ্ছে বলে উভয় পক্ষেরই অভিযোগ।

এদিকে, পাকিস্তান-আফগানিস্তানের মধ্যে শান্তি ও সহযোগীতা নিয়ে আলোচনার জন্য ইসলামাবাদে অবস্থান করছেন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই। তবে প্যানেটার সঙ্গে তার সাক্ষাত হয়েছে কি না তা জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, জুন ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।