ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ায় চলমান সহিংসতায় যুক্তরাষ্ট্রের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৩ ঘণ্টা, জুন ১১, ২০১১
সিরিয়ায় চলমান সহিংসতায় যুক্তরাষ্ট্রের নিন্দা

ইদলিব: সিরিয়ায় গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের ওপর সরকারি নিরাপত্তা বাহিনীর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র।

নিন্দা জানিয়ে হোয়াইট হাউস মুখপাত্র জে কারনে বলেন, ‘সিরিয়া সরকার দেশকে ভয়ানক পরিস্থিতির দিকে ঢেলে দিচ্ছে।

এখনই এই সহিংসতা এবং বর্বরতা বন্ধ করতে হবে। ’  পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারি বাহিনীকে সংযত আচরণ করার  আহ্বান জানান তিনি।

বিক্ষোভকারীরা জানিয়েছে, শুক্রবারের সহিংসতায় অন্তত ৩২ জন মানুষ প্রাণ হারিয়েছে।

নিয়ন্ত্রণ ও নিরাপত্তা পুনরুদ্ধারে অভিযান শুরুর পর সরকারি বাহিনী জিশর আশ শুঘুরে পৌঁছানোর পরই এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিরাপত্তা ভয়ে দেশটির উত্তরাঞ্চলের কয়েক হাজার মানুষ পার্শ্ববর্তী দেশ তুরস্কে চলে গেছে।

এদিকে জাতিসংঘ মহাসচিব বান কি মুনও সরকারের এই দমনমূলক আচরণের নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘ বিক্ষোভ দমনে সামরিক বাহিনী ব্যবহার অগ্রহণযোগ্য। ’

জাতিসংঘ মহাসচিবের একজন মুখপাত্র বলেন, ‘বান সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সঙ্গে কথা বলতে আগ্রহী কিন্তু ইদানীং তার সঙ্গে যোগাযোগই করা যাচ্ছে না। ’

সিরিয়া সরকার দেশে  বিদেশি সাংবাদিক ঢুকতে দিচ্ছে না। এ কারণে সহংিসতার ঘটনার সঠিক কোনো পরিসংখ্যান পাওয়া যাচ্ছে না।
 
সরকার বিরোধীরা বলছে, শুক্রবার দেশটির উত্তরের প্রদেশ ইদলিবে ১৫ জন নিহত হয়েছে। তারা আরও বলেছে, ‘মারাত আল নুমানেই সবচেয়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে। সেখানে সরকারি বাহিনী ট্যাংক এবং হেলিকপ্টার নিয়ে বিক্ষোভকারীদের ওপর হামলা চালাচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, জুন ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।