ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ভাইঝি’র বোমায় সোমালিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৪ ঘণ্টা, জুন ১১, ২০১১
ভাইঝি’র বোমায় সোমালিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী নিহত

মোগাদিসু: সোমালিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী আবদি শাকুর শেখ হাসান রাজধানী মোগাদিসুতে নিজ বাসভবনে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন। দেশটিতে চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে শুক্রবার এ ঘটনা ঘটে।



সোমালিয়ার নিরাপত্তা বাহিনীর সদস্যরা ধারণা করছেন, বোমা হামলাকারী স্বরাষ্ট্রমন্ত্রীর কিশোরী ভাইঝি। সে ইসলামি জঙ্গি সংগঠন আল-শাবাবের সঙ্গে জড়িত।

এদিকে হামলার দায় স্বীকার করেছে আল-শাবাব। ভবিষ্যতে আরো ভয়ঙ্কর হামলা চালানোরও ঘোষণা দিয়েছে তারা।

বোমা হামলায় আহত স্বরাষ্ট্রমন্ত্রীকে বিমানে করে কেনিয়ার রাজধানী নাইরোবির একটি হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে দেশটির সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়।  

গত তিন সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানী মোগাদিসুতে এ নিয়ে তিনবার আত্মঘাতী হামলার শিকার হলেন। আগের দু’বারে বেঁচে গেলেও এবার আর রক্ষা পেলেন না।
 
এবার হামলার আগে ওই কিশোরী কয়েক দিনের মধ্যে বেশ কয়েকবার শেখ হাসানের বাড়িতে আসে। কিন্তু নিরাপত্তা বাহিনী দেহ তল্লাশি না করায় সে সহজেই ওই বাড়িতে বোমা নিয়ে যেতে সক্ষম হয়।

সম্প্রতি দেশটিতে প্রেসিডেন্ট ও পার্লামেন্টের মেয়াদ বৃদ্ধির পর থেকেই জনগণ বিক্ষোভ শুরু করেছে। বিক্ষোভে দু’জন মারাও গেছে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জুন ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।