ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

লিবিয়ার সঙ্গে তিউনিসিয়ার স্থল সীমান্ত বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৭ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
লিবিয়ার সঙ্গে তিউনিসিয়ার স্থল সীমান্ত বন্ধ

ঢাকা: তিউনিসিয়া লিবিয়ার সঙ্গে স্থল সীমান্ত যোগাযোগ ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে। রাজধানী তিউনিসে গাড়িবোমা বিস্ফোরণে ১৩ জনের মৃত্যুর পর এ ঘোষণা এলো।



দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান ও প্রেসিডেন্ট বেজি সাইদ এজেবসি বুধবার (২৫ নভেম্বর) মধ্যরাত থেকে সীমান্ত বন্ধের এ ঘোষণা দেন।   একই সঙ্গে সমুদ্রপথ ও আকাশপথে নিরাপত্তা জোরদার করার ঘোষণা দেন তিনি।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় গাড়িবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এর পর দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়।

বিস্ফোরণের পর সামাজিক যোগাযোগ সাইটের মাধ্যমে বিবৃতি দিয়ে ঘটনার দায় স্বীকার করে জঙ্গি সংগঠন আইএস।

** সামরিক বিস্ফোরকে ওড়ানো হয় বাসটি, আইএসের দায় স্বীকার

বাংলাদেশ সময়: ০৬০৬ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।