ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

আন্তর্জাতিক

সম্পর্ক জোরদারে আলোচনায় উত্তর-দক্ষিণ কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০০, নভেম্বর ২৬, ২০১৫
সম্পর্ক জোরদারে আলোচনায় উত্তর-দক্ষিণ কোরিয়া ছবি: সংগৃহীত

ঢাকা: পারস্পরিক সম্পর্ক জোরদারে আলোচনায় বসছেন উত্তর ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ প্রতিনিধিরা।

দুই কোরিয়ার সীমান্তবর্তী ‘যুদ্ধবিরতি গ্রাম’ নামে পরিচিত পানমুনজমে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ আলোচনা অনুষ্ঠিত হবে।



গত আগস্টে সীমান্তে এক বিস্ফোরণে দুই দক্ষিণ কোরীয় সেনা আহত হওয়ার পর দুই কোরিয়ার মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। তখন এক বৈঠকে উত্তেজনা নিরসন করা হলেও সম্পর্ক জোরদারে এবারই প্রথম বৈঠকে বসতে যাচ্ছেন দুই দেশের প্রতিনিধিরা।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।