ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

তুরস্কে বন্দুকযুদ্ধে শীর্ষ কুর্দি আইনজীবী নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
তুরস্কে বন্দুকযুদ্ধে শীর্ষ কুর্দি আইনজীবী নিহত ছবি : সংগৃহীত

ঢাকা: তুরস্কের অশান্ত দক্ষিণ-পূর্বাঞ্চলীয় দিয়ারবাকির প্রদেশে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে প্রদেশটির এক শীর্ষ আইনজীবী ও এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) এ ঘটনা ঘটে বলে জানানো হয়েছে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে।



নিহত আইনজীবীর নাম তাহির এলশি। তিনি দিয়ারবাকির প্রদেশের বার অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন। এছাড়া তিনি কুর্দিদের অধিকার আদায়ের আন্দোলনে একজন সক্রিয় কর্মীও ছিলেন।

তুর্কি নিরাপত্তা বাহিনী সূত্রের বরাত দিয়ে স্থানীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, এক সংবাদসম্মেলনে বক্তব্য রাখছিলেন তাহির এলশি। এ সময় সেখানে পিকেকে ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে এক পুলিশ সদস্যও নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দুই পুলিশ।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।