ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পেশোয়ারে বোমা হামলায় নিহত ৩৪ জন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, জুন ১২, ২০১১
পেশোয়ারে বোমা হামলায় নিহত ৩৪ জন

পেশোয়ার: পেশোয়ারের খায়বার সুপারমার্কেট এলাকায় দুটি শক্তিশালী বোমা বিস্ফোরিত হয়েছে। শনিবার রাতের এ বোমা হামলায় নিহত হয়েছে ৩৪ জন এবং আহত হয়েছে ৮০ জন বলে জানায় পেশোয়ার পুলিশ কর্তৃপক্ষ।


 
সাবেক আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন হত্যাকা-ের পর থেকে একর পর এক বোমা হামলার ঘটনা ঘটছে পুরো  পাকিস্তান জুরে।

প্রথম বোমা বিস্ফোরণের কিছুক্ষন পরেই দ্বিতীয় বোমাটি বিস্ফোরিত হয়।

সিনিয়র পুলিশ অফিসার ইজাজ খান একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, ‘বোমা হামলায় অন্তত ৩৪ জন মারা গেছে এবং ৮০ জনেরও বেশি আহত হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘প্রথম বোমাটি ছিল কম শক্তিশালী। বিস্ফোরণস্থলটিতে মানুষ জড়ো হওয়া শুরু করতেই দ্বিতীয় শক্তিশালী বিস্ফোরণটি ঘটে। ’

আরেক সিনিয়র পুলিশ অফিসার কামাল খান বলেন, ‘এখন পর্যন্ত কেউ এই বোমা হামলার দায়-দায়িত্ব স্বীকার করেনি। ’

নিহতদের মধ্যে পাকিস্তানের দুজন সাংবাদিকও আছে।

বোমা অপসারণ দলের প্রধান সাফাকত মালিক বলেন, ‘প্রথম বোমাটি হোটেলের বাথরুমে বিস্ফোরিত হয়। এরপর মোটরসাইকেলে করে আসা এক আত্মঘাতী বোমা হামলাকারী হোটেলের বাইরে দ্বিতীয় বোমাটি ফাটিয়ে দেয়। ’

তিনি আরও বলেন, ‘আমরা বোমা বিস্ফোরণস্থল থেকে বোমাহামলাকারীর শরীরের কিছু অংশ উদ্ধার করেছি। ’

আদিবাসী উপদ্রুত সীমান্তবর্তী অঞ্চল পেশোয়ারে গত কয়েক বছর ধরেই বারবার এমন বোমা হামলার ঘটনা ঘটছে।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, ১২ জুন, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।