ঢাকা: প্রায় দেড়শো বিশ্বনেতার উপস্থিতে সোমবার (৩০ নভেম্বর) প্যারিসে বসছে জাতিসংঘের জলবায়ু সম্মেলন।
সম্প্রতি সন্ত্রাসী হামলার পর, সম্মেলনকে ঘিরে ফ্রান্সের রাজধানী যে কড়া নিরাপত্তার চাদরে মোড়া থাকবে তা বলাই বাহুল্য।
কপ২১ (সিওপি২১) নামে এ সম্মেলনে কার্বন নিঃসরণে বিশ্বনেতারা একটি দীর্ঘমেয়াদী চুক্তিতে সম্মত হবেন, এমন আশা বিশ্ববাসীর।
৩০ নভেম্বর শুরু হয়ে আগামী ১১ ডিসেম্বর শেষ হওয়া এ সম্মেলনে প্রায় ৪০ হাজার মানুষ অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।
২০০৯ সালের কোপেনহেগেন সম্মেলনে বিশ্বনেতারা জলবায়ু পরিবর্তনে একটি দীর্ঘমেয়াদী চুক্তির ব্যাপারে সম্মত হয়েছিলেন। এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন প্রায় দেড়শো রাষ্ট্রপ্রধান।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
এসএস