মোগাদিসু: মোগাদিসুতে পূর্ব আফ্রিকার আলকায়েদা প্রধান ফজুল আবদুল্লাহ মোহাম্মদকে হত্যা করা হয়েছে বলে জানায় সোমালিয়ার পুলিশ বাহিনী।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন শনিবার আফ্রিকা সফরকালে বলেন, ‘পূর্ব আফ্রিকার আল কায়েদা প্রধান হারুন ফজুল নিহত হয়েছেন।
‘তার মৃত্যুর মধ্য দিয়ে নিরীহ অনেক মানুষ মৃত্যুর হাত থেকে বেঁচে গেল বলেও জানান হিলারি ক্লিন্টন। ’
সোমালিয়ার সিনিয়ার জাতীয় প্রতিরক্ষা কর্মকর্তা হালিমা আদেন বলেন, ‘এই সপ্তাহেই পুলিশের একটি তল্লাশি চৌকির কাছে ফজুল নিহত হয়। ’
তিনি আরও জানান, ‘তার কাছ থেকে সাউথ আফ্রিকার একটি জাল পাসপোর্ট এবং বেশকিছু জাল কাগজপত্র পাওয়া গেছে। তদন্তের ভিত্তিতে আমরা নিশ্চিত হয়েছি যে তিনিই ফজুল আবদুল্লাহ মোহাম্মদ। তারপরই আমরা তার মৃতদেহ দাফন করেছি। ’
মঙ্গলবার রাতে মোগাদিসু শহরতলির একটি তল্লাশী চৌকিতে তাকে হত্যা করা হয়। অন্য এক সোমালিসহ একটি গাড়িতে করে সে যাচ্ছিল। কিন্তু আকস্মিকভাবে তল্লাশী চৌকির সামনে পড়ে যায় তারা।
‘আমাদের কাছে তার ছবি আছে। আমরা বেশ কয়েকবার তাকে পরীক্ষা করে দেখেছি। তার কাছে একটি ল্যাপটপ, কয়েক হাজার ডলার এবং একটি একে-৪৭ রাইফেল ছিল বলেও তিনি জানান।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ১২ জুন, ২০১১