ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

লিবিয়ায় মার্কিন বিমান হামলায় শীর্ষ আইএস নেতা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
লিবিয়ায় মার্কিন বিমান হামলায় শীর্ষ আইএস নেতা নিহত

ঢাকা: সম্প্রতি চালানো মার্কিন বিমান হামলায় পৃথক দুই জঙ্গি সংগঠনের শীর্ষ দুই নেতা নিহত হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।

স্থানীয় সময় সোমবার (০৭ ডিসেম্বর) পেন্টাগন জানায়, গত ১৩ নভেম্বর মার্কিন বিমান হামলায় লিবিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) শীর্ষ নেতা আবু নাবিল নিহত হয়েছেন।

দারনা শহরে মার্কিন এয়ারক্র্যাফ্ট এফ-১৫ চালানো হামলায় তিনি নিহত হন।

এ বিষয়ে এক বিবৃতিতে পিটার কুক নামে পেন্টাগনের এক মুখপাত্র বলেন, আবু নাবিলের মৃত্যু লিবিয়ায় জঙ্গি সংগঠনটির ‘মিশনে’ ব্যাঘাত ঘটাবে। পাশাপাশি নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে লিবিয়ায় শক্ত ঘাঁটি স্থাপনের পরিকল্পনায়ও প্রভাব ফেলবে।

এছাড়া ২ ডিসেম্বর সোমালিয়ায় মার্কিন অপর এক বিমান হামলায় আফ্রিকার জঙ্গি সংগঠন আল-শাবাবের শীর্ষ নেতা নিহত হয়েছেন।

নিহত ওই আল-শাবাব নেতার নাম আব্দিরহমান সান্ধিরি বলে জানিয়েছে মার্কিন কর্তৃপক্ষ। সে ‘উকাশ’ নামেও পরিচিত।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।