ঢাকা, বৃহস্পতিবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২২ মে ২০২৫, ২৪ জিলকদ ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪২, নভেম্বর ২৯, ২০১৫
রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪ ছবি: সংগৃহীত

ঢাকা: রাশিয়ার কান্তি-মানসি রাজ্যে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আন্তত ৪ জনের প্রাণহানি হয়েছে। কর্তৃপক্ষের বরাত দিয়ে দেশটির সংবাদসংস্থা ইন্টারফেক্স এ খবর জানিয়েছে।



ঘটনাস্থল পরিদর্শনকারী স্থানীয় এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে কান্তি-মানসি রাজ্যের জরুরি ব্যবস্থা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, এএস৩৫০ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়ে চারজনের প্রাণহানি হয়েছে। এতে পাঁচজন আরোহী ছিলেন।

দুর্ঘটনার পর উড়োজাহাজটি টুকরো টুকরো হয়ে যায় বলেও জানান মন্ত্রণালয়ের ওই কর্মর্কতা।

এর আগে গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দেশটির ক্রাসনোইয়ারস্ক এলাকায় একটি এমআই-৮ হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১৫ জন নিহত হন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।