ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

সাগরে লাদেনের মৃতদেহ খুঁজবে মার্কিন ডুবুরিরা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৭ ঘণ্টা, জুন ১২, ২০১১
সাগরে লাদেনের মৃতদেহ খুঁজবে মার্কিন ডুবুরিরা

ঢাকা: আলকায়েদার সাবেক নেতা ওসামা বিন লাদেনের মৃতদেহ খুঁজে বের করবে মার্কিন ডুবুরি দল। উত্তর আরব সাগরে এ অনুসন্ধান পরিচালনা করবেন মার্কিন ডুবুরী দলের সদস্য বিল ওয়ারেন।

‘আমরা দেশপ্রেমিক আমেরিকান। প্রেসিডেন্ট ওবামা লাদেনের মৃত্যুর পর্যাপ্ত প্রমাণ দেখাতে ব্যর্থ হয়েছেন। আমি আমার সরকার অথবা ওবামাকে বিশ্বাস করি না বলেও মন্তব্য করেন তিনি। ’

প্রায় ১০ মিলিয়ন ডলার ব্যায়ে পরিচালিত এ অভিযানে ব্যবহৃত হবে অত্যাধুনিক সব যন্ত্রপাতি ও নৌযান।

গত মাসের ২ তারিখ মার্কিন নেভি সিল বাহিনী পাকিস্তানের অ্যাবোতাবাদে আলকায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনকে হত্যা করে। হত্যার পর লাদেনের লাশ ‘ইউএসএস কার্ল ভিনশণ’ যুদ্ধ জাহাজ থেকে উত্তর আরব সাগরে দাফন করা হয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র প্রশাসন। এমন তথ্যের ভিত্তিতেই এ উদ্ধার অভিযান চালানো হচ্ছে বলে জানান ওয়ারেন।
 
এ অভিযানের উদ্দেশ্য সম্পর্র্কে তিনি বলেন ‘লাদেন মারা গেছে বলে যারা বিশ্বাস করেন না তাদের জন্যই মূলত এ অভিযান চালানো হচ্ছে। ’

বিভিন্ন ফুটেজ ও রেকর্ডিং থেকে লাদেনের শরীর সম্পর্কে ধারনা লাভের মাধ্যমে লাশটি চিহ্নিত করা হবে। পরীক্ষার মাধ্যমে তার ডিএনএ নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

এ অভিযান চালানোর উদ্দেশ্যে অনুসন্ধানী দলটি গত মাসে ইউএসএস কার্ল ভিনশণ যুদ্ধ জাহাজটি পর্যাবেক্ষন করেছে।

অপরদিকে মার্কিন কর্মকর্তারা তাদের এ অভিযানকে স্বাগত জানিয়েছেন। লাদেনের মৃতদেহকে একটি প্রশস্ত ব্যাগে ঢুকিয়ে সমতল নৌকার ওপর রেখে সমুদ্রে ডুবিয়ে দেওয়া হয়েছে বলেও জানান মার্কিন কর্মকর্তারা।

বাংলাদেশ সময় ১৪৩৯ ঘন্টা, জুন ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।