ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

বুর্কিনা ফাসোর ২য় বেসামরিক প্রেসিডেন্ট কাবোরে

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
বুর্কিনা ফাসোর ২য় বেসামরিক প্রেসিডেন্ট কাবোরে

ঢাকা: প্রায় তিন দশক একনায়কতন্ত্রের পর ঐতিহাসিক নির্বাচনের মধ্য দিয়ে নতুন নেতা পেয়েছে বুর্কিনা ফাসো।

দ্বিতীয় বেসামরিক নেতা হিসেবে রোচ মার্চ ক্রিস্টিয়ান কাবোরে (৫৮) পশ্চিম আফ্রিকার এ দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

১৯৬০ সালে স্বাধীনতা লাভের পর থেকে এখন পর্যন্ত তিনি হলেন দেশটির ২য় বেসামরিক প্রেসিডেন্ট।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) দেশটির নির্বাচন কমিশন প্রকাশিত প্রাথমিক ফলাফলে মুভমেন্ট অব পিপল ফর প্রোগ্রেস পার্টির পক্ষ থেকে ৫৩.৫ শতাংশ ভোট পেয়ে তিনি জয়লাভ করেন।

এদিকে, দ্বিতীয় স্থানে থাকা জেপহিরিন ডিয়াব্রে পেয়েছেন ২৯.৬ শতাংশ ভোট।

নির্বাচন কমিশনের প্রেসিডেন্ট বার্থেলেমাই কেরে জানান, রোববার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত নির্বাচনে সাড়ে পাঁচ মিলিয়ন ভোটারের মধ্যে প্রায় ৬০ শতাংশ ভোট দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।