ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আইএমএফ প্রধানের পদে লড়বেন ইসরায়েল ব্যাংকের গভর্নর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৮ ঘণ্টা, জুন ১২, ২০১১
আইএমএফ প্রধানের পদে লড়বেন ইসরায়েল ব্যাংকের গভর্নর

তেলআবিব: ইসরায়েলের কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর স্ট্যানলি ফিশ্চার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধানের পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন।

কাজাখস্তানের কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রধান গ্রিগরি মারচিনকো তার প্রার্থিতা প্রত্যাহারের পর স্ট্যানলি ফিশ্চার এ ঘোষণা দিলেন।



রাশিয়া এবং সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রভুক্ত দেশগুলো মারচিনকোকে সমর্থন দিয়েছিল। অবশ্য পরে নাম প্রত্যাহারের কারণ হিসেবে মারচিনকো বলেন, ল্যাগারদের নির্বাচীত হওয়া প্রায় নিশ্চিত। আর উন্নয়নশীল দেশগুলো একজন প্রার্থীর ব্যাপারে কখনো ঐকমত্যে পৌঁছতে পারবে না।

এদিকে এ আন্তর্জাতিক সংস্থাটির প্রধানের পদ পাওয়ার দৌড়ে রয়েছেন মেক্সিকোর কেন্দ্রীয় ব্যাঙ্কের গভর্নর অগাস্টিন কারস্টেনও।

সাংবাদদাতারা বলছেন, সংস্থাটির প্রধানের পদ পেতে ল্যাগারদের সামনে বড় বাধা হতে পারেন স্ট্যানলি ফিশ্চার। যদিও ফিশ্চারের বর্তমান বয়স ৬৭ বছর যা আইএমএফ প্রধানের পদে প্রার্থীতার বয়সসীমার চেয়ে দুই বছর বেশি।

উল্লেখ্য, মে মাসে দোমিনিক স্ত্রস কানের পদত্যাগের পর থেকেই আইএমএফ প্রধানের পদটি খালি রয়েছে। কান বর্তমানে নিউইয়র্কে যৌন নিপীড়নের অভিযোগে বিচারাধীন রয়েছেন।

নিউইয়র্কের একটি হোটেলে অবস্থানকালে হোটেল পরিচারিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগে সংস্থাটির প্রধানের পদ থেকে পদত্যাগে বাধ্য হন কান।

আইএমএফ প্রতিষ্ঠার পর থেকেই এর প্রধানের পদ সব সময়ই পেয়েছেন একজন ইউরোপীয়। অপরদিকে বিশ্বব্যাংকের প্রধান হয়ে আসছেন একজন আমেরিকান।

চীন, ব্রাজিল এবং রাশিয়া এবার এই ঐতিহ্যের অবসান চেয়েছে। তাদের অর্থনীতি এখন বিশ্ব অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে বলে এ পদটি এখন এদিক থেকে পূরণের ইঙ্গিত দিচ্ছেন তারা।

ইউরোপীয়রা চাচ্ছে ইউরোপ থেকেই কেউ আইএমএফ প্রধান হোক। অপরদিকে অনেকের মত, এবার উন্নয়নশীল দেশ থেকে কাউকে নেওয়া হোক।

চূড়ান্ত মনোনয়ন আগামী ৩০ জুন হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, জুন ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।