ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় দুই মিলিটারি পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় দুই মিলিটারি পুলিশ নিহত

ঢাকা: পাকিস্তানে বন্দুকধারীদের হামলায় দুই মিলিটারি পুলিশ সদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার (০১ ডিসেম্বর) বন্দরনগরী করাচিতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।



খবরে বলা হয়, বন্দুকধারীরা একটি সামরিক গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। ঘটনার পরপরই মুখশধারী দুর্বৃত্তরা একটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়।

এক বিবৃতিতে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সামরিক জিপটি এম এ জিন্নাহ সড়কে যানজটে আটকা পড়েছিল। এ সময় পেছন থেকে গুলি চালায় দুর্বৃত্তরা।

জামিল আহমেদ নামে এক ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাস্থলেই মৃত্যু হয় এক সামরিক পুলিশের। গুরুতর আহত অপরজনের মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পর।

এ হামলার ঘটনাকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে মন্তব্য করেছে পাকিস্তান সেনাবাহিনী। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে তারা নয় মিলিমিটারের গুলির খোসা উদ্ধার করেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করে নেয়নি। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীও কাউকে দায়ী করেনি।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।