ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

উদ্ভট অভ্যাস

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, জুন ১২, ২০১১
উদ্ভট অভ্যাস

ঢাকা: হেয়ার ড্রায়ার ছাড়া ঘুমাতে পারেন না অথবা প্রিয় পুতুলটি ছাড়া কোথাও যান না। এমন কি এর জন্য  প্রিয়জনের সঙ্গে বিচ্ছেদ মেনে নিতেও কুণ্ঠাবোধ নেই।

আবার কেউ প্রতিদিন নিয়ম করে টয়লেট পেপার খান অথবা হাঁড়ি-পাতিল পরিস্কারের গুড়ো সাবান না খেলে পেটের ভাত হজম হয় না। কারো যদি এমন ধরনের অদ্ভুত অভ্যাস থেকে থাকে তাহলে একে কি নিছক আসক্তি বলা যাবে, নাকি মানসিক বৈকল্য বলবেন।

সম্প্রতি এমনই বিচিত্র আসক্তির কয়েকজন মানুষের সন্ধান মিলেছে। টিএলসি টিভির মাই স্ট্র্যাঞ্জ অ্যাডিকশন নামের একটি শো’তে কয়েকজন এসেছিলেন যারা অদ্ভুদ সব আসক্তির (বা অভ্যাস বা মানসিক বিকার; যাই বলুন) গল্প নিয়ে হাজির হয়েছিলেন।

লোরি ব্রডি (৩১) প্রতিদিন ঘুমোতে যান একটি হেয়ার ড্রায়ার (চুল শুকানোর যন্ত্র) নিয়ে। এটি ছাড়া তার নাকি ঘুমই আসে না। সেই আট বছর বয়স থেকেই তার এ অভ্যাস।

তিনি বলেন, বস্তুটি তাকে খুব আরাম দেয়। এটা তার নিরাপত্তার বস্তু। এর শব্দ এবং সজোরে বেরিয়ে আসা বাতাস তাকে অন্য রকম অনুভতি দেয়। এর মধ্যে আছে তার ভাল লাগা সব কিছুই।

অবশ্য তার এ অদ্ভুত অভ্যাসের ব্যাপারে তিনি যথেষ্ট সচেতন। তার ধারণা ১০টি শিশুর একটি কোলাহলপূর্ণ পরিবারে বড় হওয়ার কারণে সম্ভবত তার এ অভ্যাস গড়ে উঠেছে।

তবে তিনি তার ছোট্ট মেয়েটিকে নিয়ে বেশ চিন্তায় আছেন। সেও না আবার এই বিশ্রী অভ্যাসটা পেয়ে যায়।

জশ নামে অপর আরেক যুবক যে আস্ত একটি গ্লাস মুড়ি-মুড়কির মতো চিবিয়ে খেয়ে ফেলে। কোনোভাবেই এ ভয়ঙ্কর অভ্যাস ত্যাগ করতে পারছেন না জশ। বিশেষ করে বৈদ্যুতিক বাল্বের প্রতি তার রয়েছে অদম্য ঝোঁক।

টিভি শো’তে আরো দু’জন ছিলেন। এদের মধ্যে কেশা, যে প্রতিদিন নিয়ম করে টয়লেট পেপারের আধখানা রোল খায়। ক্রিস্টাল নামে আরেকজন ছিলেন, যিনি ১২ বছর বয়স থেকে বাসন-কোসন পরিস্কারের গুড়ো সাবান খেয়ে আসছেন।

তবে সবচেয়ে মজার এবং আকর্ষণীয় গল্পটি ছিল এপ্রিল ব্রাকারের। ২২ বছর বয়সী এ তরুণী যেখানেই যান না কেন সঙ্গে তার প্রিয় ৮টি পুতুল (পাপেট) থাকবেই। এমনকি কোথাও বেড়াতে যেতে যদি সঙ্গি হিসেবে প্রিয় মানুষ অথবা পুতুলগুলো কোনো একটিকে বেছে নিতে বলা হয়। তাহলে তিনি নির্দ্বিধায় প্রিয় মানুষটিকে ত্যাগ করবেন।

তার কথা হলো, ‘পুতুল ছাড়া কোথাও গেলে খুব লজ্জা পাই। এদের ছাড়া থাকাটা আমার জন্য সত্যিই কঠিন। ’ তিনি বলেন, ‘ছোট বেলা থেকেই আমি খুব লাজুক। শরীরের অতিরিক্ত ওজনের কারণে আমি লোকজনের সামনে যেতে লজ্জা পাই। ’

এসব অদ্ভুত আচরণের ব্যাখ্যায় মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ মাইক ডাউ বলেন, টিভি শোতে দেখানো আচরণগুলো আর দশটা সাধারণ আসক্তির মতোই একই ধরনের আবেগী মনোভাবের কারণে সৃষ্ট।

তিনি বলেন, ‘আমার মনে হয় তাদের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে যা মানুষ সহজেই বুঝতে পারে। ’

ব্রডির হেয়ার ড্রায়ার নিয়ে ঘুমানোর ব্যাখ্যায় তিনি বলেন, যখন সে ঘুমাতে যায় তখন সে নিরাপত্তার প্রয়োজন বোধ করে। সব কিছু ঠিকঠাক আছে কি না ঘুমানোর আগে তা তাকে নিশ্চিত হতে হয় ।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জুন ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।