ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

একটি ধাতব মুদ্রা ১৫ লাখ ডলারে বিক্রি!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, জুন ১২, ২০১১
একটি ধাতব মুদ্রা ১৫ লাখ ডলারে বিক্রি!

ক্যানবেরা: অস্ট্রেলীয় ধাতব মুদ্রা ব্যবসায়ী বেলিনডা ডাউনি বলেছেন, অর্থনীতি দেশের মুদ্রা বাজারের বিনিয়োগকে ধ্বংস করে দেয়নি। এ কারণেই ১৯৩০ সালের একটি মুদ্রা তিনি ১৫ লাখ ডলারে বেচতে পেরেছেন।



দ্য সিডনি মনিং হেরাল্ড শুক্রবার ডাউনির উদ্ধৃতি দিয়ে জানায়, তার কাছে ১৯৩০ সালের ছয়টি প্রতীকী মুদ্রা ছিল। তার মধ্যে একটি মুদ্রা তিনি একজন অজ্ঞাত পরিচয় ক্রেতার কাছে ১৫ ডলারে বেচতে পেরেছেন।

ডাউনি বলেন, ‘এই প্রতীকী ধাতব মুদ্রা বাজারে ছাড়ার জন্য ছিল না। এটা জাদুঘরে সংরক্ষণের জন্য তৈরি করা হয়েছিল।  

এতো দাম পাওয়ার কারণ ব্যাখা করে ডাউনি বলেন, মুদ্রাটি বিরল হয়ে যাওয়ার কারণেই এটা সম্ভব হয়েছে।

বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, জুন ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।