ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

পেশোয়ারে স্কুল হামলায় জড়িত চার জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
পেশোয়ারে স্কুল হামলায় জড়িত চার জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর

ঢাকা: গত বছর সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে হামলার ঘটনায় জড়িত চার জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকর করেছে পাকিস্তান।

বুধবার (০২ ডিসেম্বর) দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাতে অবস্থিত কারাগারে এ দণ্ড কার্যকর করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, মৌলভি আব্দুস সালাম, হজরত আলি, মুজিবুর রেহমান ও সাবিল আলিয়াস ইয়াহইয়া।

২০১৪ সালের ১৬ ডিসেম্বর পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে হামলা চালায় জঙ্গিরা। এ ঘটনায় অন্তত ১৪৪ জন নিহত হয়। নিহতদের অধিকাংশই শিশু।

হামলার পর তেহরিক-ই-তালিবান এর দায় স্বীকার করে নেয়। সাত জঙ্গি এ হামলায় অংশ নেয়।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।