ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সেনা অভিযানে বোকো হারামের ১০০ যোদ্ধা নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
সেনা অভিযানে বোকো হারামের ১০০ যোদ্ধা নিহত

ঢাকা: সেনা অভিযানে নাইজেরিয়ার জঙ্গি গোষ্ঠী বোকো হারামের অন্তত ১০০ যোদ্ধা নিহত হয়েছে। এ সময় তাদের অস্ত্র ও গোলাবারুদ জব্দ করা হয়।



এদিকে, অভিযানকালে বোকো হারামের হাতে বন্দি থাকা অন্তত ৯০০ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। পরে তাদের মুক্তি দেওয়া হয়।

গত ২৬ থেকে ২৮ নভেম্বর নাইজেরিয়ার উত্তর সীমান্তে থেকে দূরের এক অঞ্চলে এ অভিযান চালায় ক্যামেরুনের সেনাবাহিনী। অভিযানে নাইজেরিয়া ও চাঁদের সেনা সদস্যরাও অংশ নেয়।

বুধবার (২ ডিসেম্বর) ক্যামেরুনের সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানায়।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জোসেফ বেটি অসমো জানিয়েছেন, অভিযানের সময় যে গোলা-বারুদ ও অস্ত্র জব্দ করা হয়েছে তা আইএসের কাজে লাগতো।

বাংলাদেশ সময়: ০১৩৫ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।