ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রোববার পর্যন্ত বন্ধ চেন্নাই বিমানবন্দর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২০১ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
রোববার পর্যন্ত বন্ধ চেন্নাই বিমানবন্দর ছবি: সংগৃহীত

ঢাকা: ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যার কারণে ভারতের তামিলনাড়ু প্রদেশের রাজধানীর চেন্নাই বিমানবন্দর দিয়ে বিমান চলাচল আগামী রোববার (৬ ডিসেম্বর) পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

এ অবস্থার পরিপ্রেক্ষিতে বেসামরিক লোকজনের বিমানে যাতায়াতের জন্য নৌ ঘাঁটি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।



এ জন্য চেন্নাই থেকে ৭০ কিলোমিটার পশ্চিমে রাজামলি নৌ বিমান ঘাঁটিকে বিমানবন্দরে রূপান্তর করা হয়েছে।

বুধবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় হায়দ্রাবাদ থেকে আসা  এয়ার ইন্ডিয়ার এয়ার বাস ৩২০ পরীক্ষামূলকভাবে ওই নৌ ঘাঁটিতে অবতরণ করে।

এরআগে মঙ্গলবার সন্ধ্যা থেকে রানওয়েতে পানি উঠে যাওয়ায় চেন্নাই বিমানবন্দর থেকে বিমানের ওঠানামা বন্ধ হয়ে যায়। এতে অন্তত একশো বিমান সেখানে আটকা পড়ে আছে।

অপরদিকেম, রাজ্যের আবহাওয়া অধিদপ্তরের ঘোষণা আগামী ৪ দিন ভারী বৃষ্টিপাত হবে। তবে পরবর্তী ৪৮ ঘণ্টা অধিক ঝুঁকিপূর্ণ।

এছাড়া রেললাইনে পানি ওঠায় অন্তত ৫০টি রেল ভ্রমণ বাতিল করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০২০০ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।