ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

দিলমা রৌসেফের বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরু

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
দিলমা রৌসেফের বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরু

ঢাকা: ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফের বিরুদ্ধে অভিশংসনের প্রক্রিয়া শুরু করেছে দেশটির সংসদ। বুধবার (০২ ডিসেম্বর) কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার এ প্রক্রিয়ার আনুষ্ঠানিক সূচনার ঘোষণা দেন।



গত অর্থ বছরে বাজেট ব্যবস্থাপনায় আইন লঙ্ঘনের অভিযোগে রৌসেফের বিরুদ্ধে এ অভিশংসনের প্রক্রিয়া শুরু হয়েছে বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

এর আগে রাষ্ট্রীয় তেল কোম্পানি পেট্রোবাস দূর্নীতি কেলেঙ্কারির ঘটনায় জনপ্রিয়তায় ভাটা পড়ে রৌসেফের। এবার নতুন এ অভিযোগ তাকে আরও নাজুক পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে নিজের বিরুদ্ধে সব অভিযোগ উড়িয়ে দিয়ে ব্রাজিলের প্রেসিডেন্ট এক টেলিভিশন বক্তৃতায় বলেছেন, নিম্নকক্ষের এ সিদ্ধান্ত তাকে ক্ষুব্ধ করেছে।

এর আগে এক জরুরি কেবিনেট মিটিং ডেকে তিনি বলেছেন, অভিশংসনের যে প্রক্রিয়া শুরু হয়েছে, তা বাতিল হয়ে যাবে বলে আমার বিশ্বাস।

ব্রাজিলে প্রেসিডেন্টের প্রতি এ অনাস্থা সামনে বাড়াতে হলে নিম্নকক্ষে অবশ্যই প্রস্তাবটি দুই-তৃতীয়াংশ ভোটে পাস হতে হবে। কিন্তু এ কক্ষে সরকার দলীয় জোট সংখ্যাগরিষ্ঠ।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।