ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

তালেবান নেতা মোল্লা মনসুর মারা গেছেন!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৫
তালেবান নেতা মোল্লা মনসুর মারা গেছেন! ছবি: সংগৃহীত

ঢাকা: মোল্লা ওমরের মৃত্যুর পর আফগানিস্তানের তালেবান বিদ্রোহীদের নবনিযুক্ত আমির মোল্লা আখতার মনসুর মারা গেছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

এর আগে গত বুধবার পাকিস্তানের কোয়েটা শহরে তালেবান কমান্ডারদের এক বৈঠকে বিবাদের সময় সংঘটিত গোলাগুলিতে তিনি আহত হন বলে জানিয়েছিলো আফগান সরকারি সূত্রগুলো।



তবে তালেবানরা এ দাবি প্রত্যাখ্যান করে পুরো বিষয়টিকেই গুজব বলে উড়িয়ে দিয়েছে।

এ পরিস্থিতিতে তালেবান নেতা মোল্লা আখতার মনসুরের মৃত্যুর বিষয়টি নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

তালেবানদের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে বুধবার আফগান সরকার জানায় কোয়েটার ওই বৈঠকে বিতর্কের সূত্র ধরে বন্দুকযুদ্ধে চারজন নিহত হয়। এতে গুরুতর আহত হন মোল্লা মনসুর। তবে তালেবানের মুখপাত্র এ খবর অস্বীকার করেন।

গত জুলাইয়ে শীর্ষ নেতা মোল্লা ওমরের মৃত্যুর বিষয়টি তালেবানরা স্বীকার করে নেয়ার পর মোল্লা ওমরের ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মনসুরকে ওই পদে বসানো হয়।

বাংলাদেশ সময়: ১২১৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
এসআর/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।