ইসলামাবাদ: ওয়াজিরিস্থানে রাস্তার পাশে পেতে রাখা বোমা বিস্ফোরণে মারা গেছে তিন পাকিস্তানি সেনাসদস্য। পাকিস্তানের দক্ষিণাঞ্চলে আদিবাসী অধ্যুষিত আফগানিস্থান সীমান্তবর্তী এলাকায় এ ঘটনা ঘটেছে বলে জানায় দেশটির গোয়েন্দা সংস্থা।
কর্তৃপক্ষ জানায়, ‘সোমবার ওয়াজিরিস্থানের লাদা এলাকাতে আরও একটি বোমা হামলার ঘটনা ঘটে। দূর নিয়ন্ত্রিত এই বোমা হামলায় চারজন সেনাসদস্য আহত হয়েছেন এবং সেনাবাহিনীর একটি যানও ধ্বংস হয়ে যায়।
নামপ্রকাশে অনিচ্ছুক এই কর্মকর্তা বলেন,‘আমরা মিডিয়ার সাথে কথা বলার অধিকার রাখিনা। ’
ওয়াজিরিস্থান পাকিস্তানি তালেবানদের জন্য অভয়ারণ্য। যদিও ২০০৯ সাল থেকেই ওই অঞ্চলে পাকিস্তানি সেনাবাহিনী তালেবানদের বিরুদ্ধে বড় মাপের অভিযান চালাচ্ছে। কিন্তু তারপরও প্রায় প্রতিদিনই এই অঞ্চলে হতাহতের ঘটনা লেগেই আছে।
বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, ১৩ জুন, ২০১১