ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

আন্তর্জাতিক

ইয়েমেনে গাড়ি বোমা বিস্ফোরণে এডেন গভর্নরসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
ইয়েমেনে গাড়ি বোমা বিস্ফোরণে এডেন গভর্নরসহ নিহত ৭ গভর্নর জাফর মোহম্মদ সাদ/ছবি : সংগৃহীত

ঢাকা: ইয়েমেনে এক গাড়ি বোমা বিস্ফোরণে ছয় দেহরক্ষীসহ বন্দরনগরী এডেনের গভর্নর জাফর মোহম্মদ সাদ নিহত হয়েছেন।

রোববার (০৬ ডিসেম্বর) স্থানীয় সময় সকালে কার্যালয়ে যাওয়ার পথে এডেনের দক্ষিণাঞ্চলীয় রিমবুয়াদ এলাকায় গভর্নরের গাড়িবহরে এ হামলার ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ দায় স্বীকার করে নেয়নি।

এডেন শিয়াপন্থি হুথি বিদ্রোহী ও আল-কায়েদা সংশ্লিষ্ট স্থানীয় জঙ্গিদের আস্তানা হিসেবে পরিচিত। তবে চলতি বছর সৌদি আরবের নেতৃত্বে উপসাগরীয় রাষ্ট্রগুলো দেশটিতে বিমান হামলা শুরু করলে হুথিরা পশ্চাদ্ধাবনে বাধ্য হয়। সম্প্রতি ইয়েমেন থেকে বিতাড়িত দেশটির আন্তর্জাতিক স্বীকৃত প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর হাদি রিয়াদ থেকে দেশে প্রত্যাবর্তন করেন।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫/আপডেট: ১৩৩৮ ঘণ্টা
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।