লন্ডন: যুক্তরাজ্য এবং মাইক্রোসফট চেয়ারম্যান বিল গেইটস যৌথভাবে বিশ্বের ৮০ লাখেরও বেশি দরিদ্র দেশের শিশুদের ভ্যাকসিন দেয়ার জন্য ২ দশমিক ৩ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
অস্ট্রেলিয়ার বিদেশমন্ত্রী কেভিন রাড এ খাতে ২১১ মিলিয়ন ডলার দেয়ার প্রুতিশ্রুতি দেয়ার পর বিল গেইটস এবং ডেভিড ক্যামেরনের কাছ থেকে এ ঘোষণা এলো।
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন সোমবার লন্ডনে ভ্যাকসিনস এবং ইমিউনাইজেশনের বৈশ্বিক জোটের (গাভি) দেয়া ভাষণে বলেন, তার দেশ এ খাতে ১ দশমিক ৩ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা দেবে- যা পাঁচ বছরে বিশ্বের ১ দশমিক ৪ মিলিয়নেরও বেশি শিশুদের জীবন বাঁচাবে।
লন্ডনে একত্রিত হওয়ার কারণ ব্যাখা করে তিনি বলেন, আমাদের সামনে চার বছরের জন্য একটা সুযোগ এসেছে আরো ৪ মিলিয়ন শিশুর জীবন বাঁচানোর। সত্যি বলতে কী এটা খুবই অবিশ্বাস্য যে, ২০১১ সালেও নিউমোনিয়া এবং ডায়রিয়ায় এখন শিশুরা প্রাণ হারাচ্ছে। কিন্তু উন্নয়নশীল দেশের পিতামাতার কাছে এটা এখন ও নিষ্ঠুর বাস্তবতা।
মানবদরদী এবং বিলিওনিয়ার বিল গেইটস সাহায্য করতে প্রস্তুত জানিয়ে বলেন, তার দাতব্য প্রতিষ্ঠান এ খাতে পাঁচ বছরে অতিরিক্ত ১ বিলিয়ন ডলার দিবে।
গাভি একটা দাতব্য প্রতিষ্ঠান। যেসব গরীব দেশ পশ্চিমা দামে ভ্যাকসিন কিনতে পারেনা সেসব দেশকে এটি আর্থিক সহায়তা দিয়ে থাকে।
এই জোট এ যাবৎ ১৯ টি দেশের ২৮৮ মিলিয়ন শিশুকে ভাকসিন দিয়েছে। কিন্তু এটা এখন আরো ২৬ টি দেশে তাদের কর্মসূচী বাড়াতে চায়। বিশ্বের অনেক গরীব দেশই ভ্যাকসিন কেনার মত সামর্থ নেই।
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, জুন ১৩, ২০১১