আম্মান: জনগণের দাবির কাছে নতি স্বীকার করে জর্ডানের বাদশাহ আবদুল্লাহ (দি¦তীয়) নির্বাচিত মন্ত্রীসভার প্রতিশ্রুতি দিয়েছেন। তবে তিনি এজন্য কোন সময়সীমা বেঁধে দেননি।
জর্দানের বাদশাহ আবদুল্লাহ (দ্বিতীয়) জডানবাসীদের সামনে এই প্রথমবারের মতো কোন গণতান্ত্রিক পরিবর্তন আনার প্রুতিশ্রুতি দিলেন। দেশটির সরকারবিরোধীরা গণতান্ত্রিক পরিবর্তনের জন্য ছয়মাস ধরে বিক্ষোভ করে আসছে।
বাদশাহ আবদুৃল্লাহ তার শাসন ক্ষমতায় ১২ বছর পূর্তি উপলক্ষে টেলিভিশনে দেয়া ভাষণে বলেন, ভবিষ্যৎ মন্ত্রীসভা গঠিত হবে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে।
আবদুল্লাহ বলেন, পরিবর্তন হবে জাতীয় সংলাপ কমিটির মতামতের ভিত্তিতে। এই কমিটি আমলাতন্ত্রের দুর্নীতি এবং স্বজন-প্রীতি বন্ধ করার জন্য অর্থনৈতিক নীতিমালা পর্যালোচনা করছে।
অনেক জর্ডানীই চায়, বাদশাহর নিরঙ্কুশ ক্ষমতা হ্রাস করা হোক। কারণ বাদশা প্রধানমন্ত্রী এবং মন্ত্রীসভার সদস্যদেরকে নিয়োগ দিয়ে থাকেন।
একজন রাজনৈতিক বিশ্লেষক লাবিব কামাহিবি বলেন, বাদশাহর এই মন্তব্য অবশ্যই সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ বাতলে দেবে। কিন্তু এর জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। ফলাফল না দেখে কোন কিছুই বলা যায় না।
অপরদিকে বিরোধীরাও বাদশাহর এই মন্তব্যকে তালবাহানা বলে উড়িয়ে দিয়েছে।
মুসলিম ব্রাদারহুডের মুখপাত্র জামিল আবু বকর বলেন, মর্মান্তিক ঘটনা এড়াতে এ অঞ্চলে সংষ্কারের কোন বিকল্প নেই।
বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, জুন ১৩, ২০১১