ঢাকা: হাঁসের মতো স্থলেও চরবে আবার জলেও ভাসবে আগামী দিনের উভচর কার ভলক্সওয়াগন অ্যাকুয়া।
শুধু তাই নয় ঘণ্টায় ৬২ কিলোমিটার পর্যন্ত গতিসীমার এ কার একই গতিতে অনায়াসে চলাচল করবে সড়কে, জলে, বরফে ও বালিতে।
চীনা বংশোদ্ভূত ২১ বছর বয়সী ইউহান জেং সম্প্রতি একটি জার্মান গাড়ি উৎপাদনকারী কোম্পানির পৃষ্ঠপোষকতায় এক প্রতিযোগিতায় উপস্থাপন করেন এ উভচর কারের নকশা।
সাধারণ মসৃন রাস্তা ছাড়াই চলাচল করতে পারবে এমন যানের নকশার তৈরির প্রতিযোগিতার আয়োজন করলে জেং এ উভচর গাড়ির নকশাটি প্রদর্শন করেন।
নকশা অনুযায়ী গড়িটি দেখতে অনেকটা স্পোর্টস কারের মতো। পানিতে চলার জন্য এতে ব্যবহার করা হবে চারটি শক্তিশালী ফ্যান। এছাড়াও এর দুই পাশে দুইটি বায়ুথলি থাকবে যা গাড়িটিকে প্রয়োজনে উপরে উঠতে সহায়তা করবে।
এর জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে হাইড্রোজেন গ্যাস যা সম্পূর্ণ পরিবেশ বান্ধব।
গাড়িটিতে রয়েছে দুইটি মটর যার একটি নিয়ন্ত্রণ করবে এর গতিবেগ এবং অপরটি কাজ করবে জল, স্থল, বরফ ও বালিতে চলার কাজে ব্যবহৃত ভিন্ন ভিন্ন যন্ত্রাংশ।
প্রদর্শনীর সময় এর নকশা প্রণেতা ইউহান জেং অতি শিগগিরি এ সুপার কারটি সাধারণ মানুষের নাগালে নিয়ে আসার আশা প্রকাশ করেন।
বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, জুন ১৪, ২০১১