ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি আরবে বৈঠকে সিরীয় বিদ্রোহী

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
সৌদি আরবে বৈঠকে সিরীয় বিদ্রোহী ছবি: সংগৃহীত

ঢাকা: শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে সৌদি আরবের রাজধানী রিয়াদে বৈঠকে বসেছে বাশার বিরোধী সিরীয় বিদ্রোহীরা।

সৌদি কর্তৃপক্ষের মধ্যস্থতায় অনুষ্ঠিত হচ্ছে তিনদিনের এ বৈঠক।

এতে সিরিয়ায় শান্তি প্রতিষ্ঠায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সঙ্গে চূড়ান্ত আলোচনার আগে বিদ্রোহী গোষ্ঠীগুলোকে একতাবদ্ধ করার চেষ্টা করা হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবরে।

তবে এ বৈঠকে সিরিয়ার সর্ববৃহৎ কুর্দি গোষ্ঠী ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টি (পিওয়াইডি) ও এর সশস্ত্র শাখা ওয়াইপিজি এবং সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সকে (এসডিএফ) আমন্ত্রণ জানানো হয়নি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলেছে, এই গোষ্ঠীগুলো সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকাহ প্রদেশে আলাদাভাবে বৈঠকে মিলিত হবে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।