ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

গাজাতে বেকারত্বের হার বিশ্বের মধ্যে সর্বোচ্চ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, জুন ১৪, ২০১১
গাজাতে বেকারত্বের হার বিশ্বের মধ্যে সর্বোচ্চ

গাজা: গাজাতে বেকারত্বের হার বিশ্বের মধ্যে সর্বোচ্চ। ২০১০ এর এক হিসাব মতে, সংখ্যাটা ৪৫ দশমিক দুই।

জাতিসংঘ জানায়, ইসরায়েল পাঁচ বছর ধরে তাদের অধিকৃত ভূ-খন্ডে প্রবেশে বাধা দেয়ার কারণেই এমনটি ঘটেছে।    

দ্য ইউএন রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর প্যালেস্টাইন রিফিউজিস (ইউএনআরডাব্লিউএ) জানায়, শ্রমিকদের প্রকৃত মজুরিও এক তৃতীয়াংশে নেমে এসেছে।      
              
এতে আরো বলা হয়, সমস্ত রপ্তানি বাণিজ্যের উপর চলমান নিষেধাজ্ঞা অব্যাহত থাকায় ব্যক্তিগত পর্যায়ে ব্যবসা মার  খেতে বসেছে।

২০০৬ সালে ফিলিস্তিনি জঙ্গিরা ইসরায়েলি সেনা গিলার্ড শালিটকে আটক করলে ইসরাইল গাজার উপর কঠোর অবরোধ আরোপ করে।

ইউএনআরডাব্লিউএর মুখপাত্র ক্রিস গানিস জানান, এর ফলে গাজার ১৫ লাখ উদ্বাস্তুর জীবন চরম ভোগান্তির মুখে পড়েছে।

তিনি আরো জানান, ২০১০ এর মাঝামাঝি কর্মক্ষম লোকের সংখ্যা কিছুটা বেড়ে ৪৫ দশমিক সাত এ দাঁড়ায়।

জাতিসংঘ জানায়, ব্যক্তিগত ব্যবসা মার খেলেও হামাসের শাসনাধীনে কোন কোন অঞ্চলে  সরকারি খাতে কয়েক হাজার লোকের কর্মসংস্থান হওয়ার ফলে অর্থনৈতিক প্রবৃদ্ধিতে খানিকটা গতিশীলতা আসে।

গানিস জানান, গবেষণায় দেখা গেছে হামাস ২০০৭ সাল পর্যন্ত সরকারি খাতে কর্মসংস্থান কমপক্ষে এক পঞ্চমাংশ বাড়াতে সক্ষম হয়। তিনি আরো জানান, ‘যদি ইসরাইলের গাজা অবরোধের উদ্দেশ্য হয় হামাস প্রশাসনকে দুর্বল করা, তাহলে বলব, বাস্তবতা হচ্ছে হামাস নয়, গাজার জনসাধারণই এর দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, জুন ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।