ওয়ারধা (মহারাষ্ট্র): ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর চশমা মহারাষ্ট্রের ওয়ারধার সেভাগ্রাম আশ্রম থেকে হারিয়ে গেছে। গত নভেম্বর থেকে এই চশমা জোড়া নিখোঁজ থাকলেও সরকারিভাবে সোমবার এই তথ্য জানানো হয়েছে।
আশ্রমের সভাপতি গাড়কারি জানান, চশমা হারানো পর থেকে আশ্রমের কর্মচারীরাও নীরবতা পালন করছেন।
আইএএনস নিউজকে গাড়কারি বলেন, ওই আশ্রমে গান্ধীজির ব্যবহৃত জিনিসসমূহের একটি তালিকা আছে। কিন্তু যে কোনভাবেই হোক চশমাজোড়া ওই তালিকার মধ্যে অন্তর্ভুক্ত ছিল না। আশ্রমের ঝাড়–দার কয়েকদিন পর বুঝতে পারেন চশমাজোড়া হারিয়ে গেছে।
কিন্তু আশ্রম কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে পুলিশের কাছে কোন অভিযোগ করেনি।
ওয়ারধার ডেপুটি সুপারিন্ডেন্ট অব পুলিশ এমজি নালে আইএএনস নিউজকে জানান, আমরা এখনো চুরি কিংবা হারানোর কোন সংবাদ পাইনি।
গাড়কারি আরো জানান, মহাত্মা গান্ধীর ব্যবহৃত আর সব জিনিসপত্র ঠিক আছে।
ওয়ারধা নাগপুর থেকে ৭৫ কিমি দূরে। মহাত্মগান্ধী ১৯৩৬ সালে ওয়ারধায় এসেছিলেন এবং একটি আশ্রম প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিবছর প্রায় ৩ লাখ পর্যটক ওয়ারধা ভ্রমণে আসেন।
বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জুন ১৪, ২০১১