বাগদাদ: ইরাকের বাকুবা শহরে প্রাদেশিক পরিষদের একটি ভবনে সোমবার বন্দুকধারী এবং আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। সংবাদাতারা বলছেন, আহতের সংখ্যা ১৭-২৭এর মধ্যে।
ভবনের মূল গেটে একটি গাড়ি বোমা এবং একজন আত্মঘাতী বোমা হামলাকারী এই হামলা চালায়। তারপর পাঁচজন বন্দুকধারী ওই ভবনে হামলা চালায় এবং দ্বিতীয় আত্মঘাতী বোমা হামলাকারী পুলিশের সঙ্গে লড়াইয়ের সময় নিজেকে উড়িয়ে দেয়। ইরাকি সেনারা মার্কিন সেনাদের সহায়তায় ৩ ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
তিনজন হামলাকারীও এতে নিহত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হামলার কারণ এবং কারা এই হামলা চালিয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
সকালে ওই ভবনে প্রাদেশিক পরিষদের বৈঠক হওয়ার কথা ছিল। কয়েকজন প্রাদেশিক সদস্য নিরাপত্তারক্ষীদের বুদ্ধিমত্তার কারণে বেঁচে গেছেন।
মার্কিন সেনারা জানান, তারা শুধু ইরাকি বাহিনী ওই ভবনে নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টার সময় হেলিকপ্টার দিয়ে পর্যবেক্ষণ সহায়তা দিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারা ওই ভবনে নিরাপত্তা বাহিনী এবং জঙ্গিদের মধ্যে লড়াইয়ের সময় ভারী মেশিনগানের শব্দ শুনতে পেয়েছেন।
বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, জুন ১৪, ২০১১