ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৭ পুলিশ নিহত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৩ ঘণ্টা, আগস্ট ৫, ২০১০
আফগানিস্তানে আত্মঘাতী বোমা হামলায় ৭ পুলিশ নিহত

তাখার: আত্মঘাতী বোমা হামলায় আফগানিস্তানের উত্তরাঞ্চলে অন্তত সাত জন পুলিশ নিহত হয়েছেন। আফগান ও ন্যাটো বাহিনীর গাড়িবহর লক্ষ্য করে হামলা চালানো হলে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে বলে কর্মকর্তারা জানান।



এছাড়া, তাজিকিস্তানের সঙ্গে সীমান্ত অঞ্চলে কুন্দুজ প্রদেশে সংঘটিত এ হামলায় ন্যাটো বাহিনীর একজন সেনাসহ ১১ জন আহত হন বলেও কর্মকর্তারা জানান।

তালেবান বাহিনী আফগানিস্তানের দক্ষিণ ও পূর্ব অঞ্চলে সক্রিয় থাকলেও, সম্প্রতি তারা উত্তরের কিছু অঞ্চলে হামলার হার বাড়িয়েছে। তুলনামূলকভাবে এ অঞ্চলগুলোকেই তারা নিরাপদ মনে করছে।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪৪০ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।