ঢাকা: রাশিয়া ও তুরস্কের মধ্যে উত্তেজনার মধ্যেই এজিয়ান সাগরে একটি তুর্কি নৌযানকে লক্ষ্য করে গুলি ছুড়লো রুশ যুদ্ধ জাহাজ।
অবশ্য রাশিয়ার দাবি কোনো ক্ষতির উদ্দেশ্যে নয় বরং নৌযানটিকে সতর্ক করতেই গুলি ছুড়েছে তাদের ডেস্ট্রয়ার স্মেতলেভি।
রাশিয়া জানায়, রোববার তাদের ডেস্ট্রয়ার স্মেতলেভি ইজিয়ান সাগরে তুরস্কের একটি মাছ ধরা নৌকাকে সতর্ক করতে গুলি ছোড়ে। দুই নৌযানের মধ্যে সংঘর্ষ এড়াতেই এই গুলি ছোড়া হয় বলে জানায় তারা।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলে, তুর্কি নৌযানটি রুশ জাহাজের ৬০০ মিটারের মধ্যে এসে পড়ার পর এটিকে সতর্ক করতে হালকা অস্ত্রের গুলি ছোড়া হয়।
এ ঘটনার ব্যাখ্যা দিতে মস্কোতে নিযুক্ত তুরস্কের সামরিক অ্যাটাশেকে ডেকে পাঠানো হয় বলেও জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রক।
গত মাসে তুর্কি গোলায় সিরিয়ায় বিধ্বস্ত হয় রুশ জঙ্গিবিমান। প্রাণ হারায় এক পাইলট। জঙ্গি বিমান ভূপাতিত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক টানাপড়েন চলছে দেশ দু’টির মধ্যে।
বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
আরআই