দিল্লি: ভারতে দুর্নীতির বিরুদ্ধে অনশনকারী স্বামী নিগমানন্দ উত্তরাঞ্চলীয় উত্তরাখণ্ড প্রদেশের একটি হাসপাতালে মঙ্গলবার মারা গেছেন।
তার বয়স হয়েছিল মাত্র ৩৬ বছর।
‘মাতৃসদন’ নামে একটি সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য স্বামী নিগমানন্দ গঙ্গা নদীর আশেপাশে উত্তরাখণ্ড প্রদেশের কুম্ভ অঞ্চলে খনি খননের বিরোধিতা করে ১৯ ফেব্রুয়ারি থেকে অনশন করে আসছিলেন। ২৭ এপ্রিল শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। এর পর অবস্থা আরো খারাপ হলে ২ মে থেকে তিনি কোমায় চলে যান।
সরকারি কর্মকর্তারা বলেছেন, আন্দোলনকারীদের দাবি অনুযায়ী কুম্ভ এলাকায় খনি খননকাজ বন্ধ করা হয়েছে।
তবে আন্দোলনকারীদের দাবি উপেক্ষা করার জন্য রাজ্য সরকারকে দোষারোপ করেছেন কেন্দ্র সরকারের পরিবেশ মন্ত্রী জয়রাম রমেশ।
মাতৃসদনের প্রধান স্বামী সেবানন্দ জানান, চিকিৎসকরা স্বামী নিগমানন্দকে মেরে ফেলতে বিষমিশ্রিত ইনজেকশন দিয়েছেন।
পরিবেশমন্ত্রী জয়রাম রমেশ জানান, ‘অনশনরত অবস্থায় স্বামী নিগমানন্দের মৃত্যুর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সর্বোচ্চ রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় উত্তরাখণ্ডে খনি খনন চলছে। এর জন্য এখনো তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ’
সম্প্রতি ভারতে সরকারের দুর্নীতির বিরুদ্ধে সমাজকর্মী আন্না হাজারে এবং যোগ গুরু রামদেবের অনশনের কারণে স্বামী নিগমানন্দের অনশন কর্মসূচি সেভাবে গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করতে পারেনি।
বাংলাদেশ সময়: ১৯০২ ঘণ্টা, জুন ১৫, ২০১১