ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

মোদি ‘কাপুরুষ ও বিকারগ্রস্ত’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
মোদি ‘কাপুরুষ ও বিকারগ্রস্ত’

ঢাকা: নিজ কার্যালয়ে ভারতীয় তদন্ত সংস্থা সিবিআইয়ের অভিযানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দায়ী করেছেন ক্ষুব্দ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেরিওয়াল।

তিনি বলেছেন, ‘মোদি একজন কাপুরুষ ও বিকারগ্রস্ত।

(মোদি ইজ অ্যা কাউয়ার্ড অ্যান্ড অ্যা সাইকোপ্যাথ। )’

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) সকালে দিল্লিতে তার কার্যালয়ে সিবিআইয়ের অভিযানের পর অরবিন্দ কেজরিওয়াল টুইটারে এ মন্তব্য করেন।

তদন্ত সংস্থার অভিযানকে ‘হানা’ হিসেবে দেখছেন কেজরিয়াল।

টুইটার অ্যাকাউন্টে কেজরিওয়াল লেখেন, ‘রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে মোদি কাপুরুষতার পথ বেছে নিয়েছেন। ’

তবে সিবিআই বলছে, মুখ্যমন্ত্রীর কার্যালয়ের অভিযান কোনো হানা নয়। তার প্রধান সচিব রাজেন্দ্র কুমারের দুর্নীতির তদন্ত করতে সেখানে অভিযান চালানো হয়েছিল।

এর প্রতিক্রিয়ায় অরবিন্দ কেজরিওয়াল লিখেছেন, ‘এটা মিখ্যা। কোন ফাইলটি খোঁজতে তারা আমার অফিসে হানা দিয়েছে, ফাইলপত্র ঘেঁটেছে। ’

‘দিল্লি ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের (ডিডিসিএ) ফাইল অরুন জেটলির কাছে। আমি এ বিষয়ে তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছিলাম। ’

এদিকে অভিযানে কেজরিওয়ালের প্রধান সচিব রাজেন্দ্র কুমারের বাড়ি থেকে তিন লাখ রুপি মূল্যমানের বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সিবিআই।

বাংলাদেশ সময়: ২০০২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৫
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।