ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

নারীর জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৬ ঘণ্টা, জুন ১৫, ২০১১
নারীর জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ আফগানিস্তান

লন্ডন: নারীর জন্য সবচেয়ে ভয়ঙ্কর স্থান হচ্ছে আফগানিস্তান। দ্বিতীয় অবস্থানে রয়েছে যৌথভাবে পাকিস্তান ও কঙ্গো এবং চতুর্থ স্থানে রয়েছে ভারত।



লিঙ্গ বৈষম্যের ওপর পরিচালিত এক আন্তর্জাতিক জরিপে এ তথ্য পাওয়া গেছে।

থমসন-রয়টার্স ফাউন্ডেশন পরিচালিত ওই জরিপে বলা হয়েছে, দারিদ্র্র্য, সহিংসতা এবং দুর্বল স্বাস্থ্য সুরক্ষা খাত দেশটিকে নারীর জন্য সবচেয়ে খারাপ স্থানে পরিণত করেছে।

মেয়ে ভ্রুণ হত্যা এবং নারী পাচারের কারণে ভারত এই তালিকার চতুর্থ অবস্থানে রয়েছে। এই তালিকার পঞ্চম স্থানে রয়েছে সোমালিয়া।

বিশ্বব্যাপী নারীদের সামাজিক উদ্যোগে সহায়তাকারী প্রতিষ্ঠান উইমেন চেঞ্জমেকার-এর প্রধান আন্তোনিলা নোতারি বলেন, চলমান সহিংসতা, ন্যাটোর বিমান হামলা এবং স্থানীয় সংস্কৃতি এসব কিছু মিলিয়ে আফগানিস্তান নারীর জন্য বিপদজনক স্থানে পরিণত হয়েছে।

তিনি আরো বলেন, যে নারীরা ঘরের বাইরে আসতে চান কিংবা গতানুগতিক পেশায় (পুলিশ, গণমাধ্যমকর্মী) এসে সামাজিক দায়িত্ব পালন করতে চান, তারা নানাভাবে সামাজিক বাধার মুখে পড়েন। এমনকি অনেক সময় তাদের ভয়ভীতি দেখানো হয় বা অনেককে হত্যা পর্যন্ত করা হয়।
 
জরিপ পরিচালনার জন্য পাঁচটি মহাদেশ থেকে ২১৩ জন বিশেষজ্ঞ নিয়োগ করা হয়। তারা বিপদের সম্ভাবনা, স্বাস্থ্য সুবিধা, সহিংসতা, সাংস্কৃতিক বৈষম্য এবং মানব পাচার এই বিষয়গুলোর ভিত্তিতে বিভিন্ন দেশের ক্রমাঙ্কন করেছেন।

জরিপে দেখা যাচ্ছে, শিক্ষার অভাব ও স্বাস্থ্য সেবার দুষ্প্রাপ্যতার মতো কিছু অনুল্লেখিত বিষয় সেখানে সবচেয়ে ভয়াবহ রুপ ধারণ করেছে। যদিও এর আগে ধর্ষণ এবং হত্যার মতো বিষয়গুলোই সব সময় বেশি গুরুত্ব পেয়েছে।

এদিকে, যৌতুকের কারণে হত্যা, অনার কিলিং (সামাজিক মর্যাদা রক্ষার জন্য হত্যা) এবং বাল্য বিয়ের ঘটনা সবচেয়ে বেশি ঘটে এমন দেশের তালিকায় রয়েছে পাকিস্তান।

অপরপক্ষে মেয়ে ভ্রুণ হত্যা, কন্যা শিশু হত্যা এবং মানব পাচারের দিক থেকে ভারত রয়েছে চতুর্থ স্থানে।

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, জুন ১৫, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।